আধুনিক ইইউর স্থপতি জ্যাক ডেলরস মারা গেছে

ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৮ বছর। বুধবার সকালে প্যারিসে নিজ বাড়িতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। ডেলরসের মেয়ে মার্টিন অউব্রির বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ডেলরসের মেয়ে মার্টিন অউব্রি জানিয়েছেন, ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ডেলরসের  বয়স হয়েছিল ৯৮ বছর।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে মানুষ, পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন জ্যাক ডেলরস।

১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে একক ইউরোপীয় মুদ্রা ইউরোর ভিত্তিও স্থাপন করেছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ডেলরসকে একজন ‘ফরাসি রাষ্ট্রনায়ক’ এবং ‘ইউরোপের অনিঃশেষ কারিগর’ আখ্যা দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘তার সংকল্প, আদর্শ ও ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তার কর্ম ও স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা এবং তার স্বজনদের প্রতি আমার সমবেদনা রইলো।’

ডেলরস ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফরাসি অর্থমন্ত্রী এবং এর পর একটানা তিনবার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেলরস একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি ইউরোপকে শক্তিশালী করেছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলরসকে একজন ‘মহান ফরাসি ও ইউরোপীয় ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসের পাতায়  নিজের ছাপ রেখে গেছেন ডেলরস।