হাইপারওএসের জন্য শাওমির নতুন লোগো উন্মোচন

এমআইইউআই অপারেটিং সিস্টেম থেকে হাইপারওএসে স্থানান্তর হচ্ছে শাওমি। সম্প্রতি এ অপারেটিং সিস্টেমে নতুন পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাহী লেই জুন। এর অংশ হিসেবে নতুন লোগো আনছে চীনের প্রযুক্তি জায়ান্টটি। খবর টেকটাইমস।

এক্স প্লাটফর্ম ও উইবোতে দেয়া পোস্টে জুন জানান, হাইপারওএসের নতুন অ্যান্ড্রয়েড স্ক্রিন শাওমির ব্যবহারকারীদের জন্য বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। সম্প্রতি নতুন এক পদক্ষেপের মাধ্যমে লোগোটি উন্মোচন করা জয়েছে। লেই জুনের ব্যাখ্যা অনুযায়ী এটি গ্যালাক্সি অব ডটসের মতো।

শাওমির দাবি, হাইপারওএসের মাধ্যমে ব্যবহারকারীরা আরো উন্নত অভিজ্ঞতা পাবে। অ্যান্ড্রয়েড হেডলাইসের তথ্যানুযায়ী, যেসব ডিভাইসে হাইপারওএস আসবে সেগুলোর তালিকা প্রকাশ করেছে শাওমি। প্রাথমিক পর্যায়ের পরের ধাপে তালিকায় আরো ৮০টি ডিভাইস যুক্ত হয়েছে। বর্তমানে চীনের বাজারে আপডেট দেয়া হলেও পরবর্তী সময়ে বৈশ্বিক পর্যায়েও এটি চালু করা হবে।