ডিএসইতে গত এক বছরের সর্বনিম্ন লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বৃদ্ধিতে লেনদেন শেষ হয়েছে। তবে চলতি ২০২৪ সালের তৃতীয় দিনেই ৩০০ কোটির নিচে নামলো লেনদেন। যা গত এক বছর বা ২৪৩ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের ৪ জানুয়ারি ২৯১ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছিলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৩৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৩৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ২০৯২ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ২৯২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যেখানে গত একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ৭৭ শতাংশ। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৮৮ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৭টি কোম্পানির, বিপরীতে ৯২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।