চিলির বনভূমিতে দাবানল, ১০ জনের মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূলীয় অঞ্চল ভালপারাইসো এবং ভিনা দেল মারের বনভূমিতে ব্যাপক আকারে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে একন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই পরিস্থিতিতে শুক্রবার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। খবর আনাদোলুর।

স্থানীয় কর্মকর্তারা দাবানলে প্রাথমিক ক্ষয় ক্ষতির কথা জানানোর পর চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বিপর্যয়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেন।

সামাজিক প্লাটফর্ম এক্সে (সাবেক টুইটারে) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেছেন, ‘আমরা আমাদের সমস্ত ক্রুকে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে আগুন নেভাতে যোগদান করার নির্দেশ দিয়েছি।’

কর্মকর্তারা জানিয়েছেন, ভিনা দেল মার এবং ভালপারাইসো পর্যটন অঞ্চলে দাবানল কেন্দ্রীভূত রয়েছে। এতে সেখানকার কয়েকশ’ হেক্টরের বনভূমি পুড়ে গেছে এবং লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় কয়েকশ’ ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে।

চিলির জাতীয় বন কর্তৃপক্ষ কোনাফ জানিয়েছে, দাবানলে শুধুমাত্র ভালপারাইসো অঞ্চলেই প্রায় ৪৮০ হেক্টর বনভূমি পুড়ে গেছে। আগুন দ্রুত কনকন, কুইন্টেরো এবং মাইটেনসিলো শহরের দিকে ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও দেশটিতে দাবানলে প্রায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।