মেলবোর্নে আম্পায়ারিং ও ডিআরএস নিয়ে অসন্তোষ হাফিজের
পার্থের পর মেলবোর্নেও অস্ট্রেলিয়ার কাছে হারলো পাকিস্তান। গ্রিন ক্যাপদের সিরিজ খোয়ানো ছাপিয়ে আলোচনায় মোহাম্মদ রিজওয়ানের বিতর্কিত আউট। এতে ভুল আম্পায়ারিং এবং ডিআরএস প্রযুক্তির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন পাকিস্তান দলের পরিচালক মোহাম্মদ হাফিজ। পাকিস্তান দলের পরিচালক মোহাম্মদ হাফিজ বলেন, ‘হ্যাঁ, দল হিসেবে আমরা কিছু ভুল করেছি। সেটা মেনে নিচ্ছি। আমরা এগুলো ঠিক করার চেষ্টা করব। কিন্তু একই সময়ে আমি মনে করি ভুলভাল আম্পায়ারিং, প্রযুক্তির অভিশাপ… এমন ফল এনে দিয়েছে যেটা অন্য রকম হওয়া উচিত। তাই আমি মনে করি এসব জায়গা ঠিক করতে হবে।’ ডিআরএস নিয়ে প্রশ্ন তুলেছেন হাফিজ। তিনি বলেন, ‘আমি প্রযুক্তির পক্ষে… কিন্তু এটা যদি সন্দেহ জাগায় এবং খেলায় অভিশাপ বয়ে আনে, তবে সেটি অগ্রহণযোগ্য। বল স্টাম্পে লাগলে সব সময়ই আউট সেটি।
তাহলে সেটি আম্পায়ার্স কল কেন। এটা আমি কখনো বুঝতে পারব না। সমর্থকেরাও বুঝবে না এই প্রযুক্তি সব সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে না কেন। তাতে ম্যাচের ফলও পাল্টে যায়। আমি বলব পাকিস্তান অন্য দলটির (অস্ট্রেলিয়া) চেয়ে ভালো খেলেছে।’ শুধু রিজওয়ানের আউট নয়, ম্যাচজুড়ে আম্পায়ারদের আরো কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, ‘শুধু রিজওয়ানের সিদ্ধান্তই নয়, যদি ম্যাচে তাকান, আম্পায়ারদের ভুলভাল সিদ্ধান্ত চোখে পড়বে। আমরা সবাই সহজাত গুণাগুণ থেকে ক্রিকেটটা খেলি এবং খেলাটার মৌলিক বিষয়গুলো জানি। কিন্তু কখনো কখনো এটাকে প্রযুক্তির প্রদর্শনী মনে হয়। যেটা খেলছি, সেটা যেন ক্রিকেট নয়।’