২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইউনিক হোটেল

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি। মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান গোলাম মুস্তাফা। সেখানে ২০২২-২৩ সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়।

সভায় শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে পরিচালক গাজী মো. সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলীর পক্ষে কোম্পানির বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ভাচুর্য়াল এই সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারসহ আরও যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আহসান উল্লাহ। মনোনীত পরিচালক, মো. সাইফুল ইসলাম, মো. খালেদ নূর, মো. গোলাম সরোয়ার এফসিএ এবং প্রধান নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন এবং পরিচালক-রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানি সচিব মো. শরীফ হাসান এফসিএস।

এছাড়া সভায় যুক্ত ছিলেন চিফ ফিনান্সিয়াল অফিসার জনি কুমার গুপ্ত এফসিএ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মোসাব্বিরুল ইসলাম, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি এবং কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা