ড. ইউনূসের সাজার সমালোচনা যুক্তরাষ্ট্রের

শান্তিতে নোবেল জয়ী ড. ইউনূসকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড দেয়ায় এর সমালোচনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউনূসের নোবেল পুরস্কার এবং অন্যান্য সম্মাননা উল্লেখ করে বলে, তিনি বিশ্ব দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তার বিরুদ্ধে মামলাটি ঘনিষ্ঠভাবে অনুসরণ করছি এবং রায়ের ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা লক্ষ্য করছি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ সরকারকে একটি ন্যায্য এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য আহ্বান জানায়।

উল্লেখ্য, গত সোমবার (১ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। তবে ১ মাসের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন আদালত। -এএফপি