আদানি গ্রিনের সঙ্গে টোটালএনার্জিস এর ৩০ কোটি ডলারের জয়েন্ট ভেঞ্চার
আদানি গ্রিন এনার্জি লিমিটেড (এজিইএল) এর সাথে ফ্রান্সের বহুজাতিক এনার্জি ও পেট্রোলিয়াম কোম্পানি টোটালএনার্জিস এর সাথে জয়েন্ট ভেঞ্চারের ঘোষণা এসেছে। এরই অংশ হিসেবে ১০৫০ মেগাওয়াটের নবায়নযোগ্য পোর্টফোলিও এর একটি প্রজেক্টের আদানির সাথে ৩০ কোটি (৩০০মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগ করবে টোটাল এনার্জিস। এজন্য ৫০% শেয়ার ছেড়ে দিতে হবে টোটাল এনার্জিস’কে।
এই ১০৫০ মেগাওয়াটের সোলার ও উইন্ড পাওয়ার প্রজেক্টের মধ্যে ৩০০ মেগাওয়াট অপারেশনাল, ৫০০ মেগাওয়াট আন্ডার কন্সট্রাকশন ও ২৫০ মেগাওয়াট আন্ডার ডেভেলপমেন্ট অ্যাসসেট।
এই অংশীদারিত্বের মাধ্যমে আদানি গ্রিন এনার্জির ২০৩০ সাল নাগাদ ৪৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেখানে একত্রে কৌশলগত অংশীদার হিসেবে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে টোটাল এনার্জিস।