ট্রফি নিয়েই ফিরতে চান রিশাদ
মাউন্ট মঙ্গানুইয়ে টিম সাইফার্ট ঝড় থামিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের অনুকূলে। এমন সময় হানা দেয় বৃষ্টি। ১১ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান তখন ৭২। ড্যারিল মিচেল ২৪ বলে ১৮, গ্লেন ফিলিপস ১৪ বলে ৯ অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত বৃষ্টির কাছে হার মানতেই হলো। বিরুপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডে প্রথমবার সিরিজ জয়ের অপেক্ষা তাই বাড়ল বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টিতে ৫ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে তাই অন্তঃত হারতে হচ্ছে না নাজমুল হোসেন শান্তর দলকে। সেই সাথে বাংলাদেশের সামনে এখন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ জেতার হাতছানি। এই সুযোগকে বড় হিসেবে অভিহিত করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আর সেটা কাজে লাগিয়ে বিজয়ীর বেশে দেশে ফিরতে প্রত্যয়ী তারা, ‘অবশ্যই, ভালো লাগছে। আমরা একটা বড় সুযোগ পেয়েছি। আমরা চেষ্টা করব কাজে লাগানোর জন্য।’
নিউজিল্যান্ডের রানের চাকায় লাগাম দেওয়ার মূল কারিগর ছিলেন লেগ স্পিনার রিশাদ। টানা ৩ ওভার হাত ঘুরিয়ে তিনি দেন ¯্রফে ১০ রান। হজম করেননি কোনো বাউন্ডারি। তিনি জানিয়েছেন, জেতার প্রত্যয় নিয়েই বাংলাদেশ মাঠে নেমেছিল, ‘আমরা শুরুতে জেতার জন্য নেমেছিলাম। বৃষ্টি আল্লাহর ওপর, আমাদের কিছু করার নাই। আমরা চেষ্টা করেছি, বাকি সব আপনারা দেখেছেন।’ বাংলাদেশ যখন প্রতিপক্ষকে চেপে ধরেছিল, তখনই বৈরি আবহাওয়ায় থেমে যায় খেলা। এটা নিয়ে অবশ্য আক্ষেপ নেই রিশাদের, ‘কোনো কিছু নিয়ে আফসোস না করাই ভালো। যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব পরের ম্যাচ জিতে সিরিজ জয় করে বাড়ি ফেরার জন্য।’
এই রিশাদের বোলিংয়ের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান সাইফার্টও। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১০ রান দেন রিশাদ। ইনিংসের দ্বিতীয় ওভারে ফিন অ্যালেন আউট হলেও সাইফার্ট পাওয়ারপ্লেতে ছিলেন বেশ আগ্রাসী। প্রথম ৬ ওভারে ১৯ বলেই ৪২ রান করে ফেলেন তিনি। পাওয়ারপ্লের ঠিক পরের ওভারেই রিশাদকে আনেন অধিনায়ক নাজমুল। দীর্ঘদেহী লেগ স্পিনার উইকেটের বাউন্স কাজে লাগান। সাইফার্ট বলেছেন, রিশাদ কাজে লাগিয়েছেন মাঠের বাতাসও। ম্যাচ শেষে সাইফার্ট বলেন, ‘আমার মনে হয়, সে বেশ ভালো বোলিং করেছে। সে বাতাসের গতির দিকে বোলিং করছিল, বাতাস বেশ জোরেই ছিল। সোজা মারা কঠিন ছিল। বাউন্ডারির আকারও এখানে ভালোই বড়, আবার জোরে বাতাস ছিল। সে ভালো করেছে। বাতাসে ভালো করেছে। ছেলেরা তাকে ভালোই খেলেছে। তবে তাকে কৃতিত্ব দিতেই হবে ভালো বোলিংয়ের জন্য।’
সপ্তম ওভারে রিশাদ এসে দেন মাত্র ৩ রান। পাওয়ারপ্লের মধ্যে মাত্র তিনটি ডট খেলা সাইফার্ট সেই ওভারের পর তানজিমের ওপর চড়াও হতে গিয়ে ক্যাচ দিয়ে থামেন ২৩ বলে ৪৩ রান করে। পাওয়ারপ্লের পর বাংলাদেশও ফিরে আসে দারুণভাবে, পরের ৫ ওভারে ওঠে মাত্র ১৮ রান। নিউজিল্যান্ডের ওপর চাপ তৈরি করার ক্ষেত্রে নেতৃত্ব দেন রিশাদই।