নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। খবর ডনের।
বৃহস্পতিবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই ঘোষণা করেন।
তিনি বলেন, ‘ফিলিস্তিনের গাজায় উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের ফিলিস্তিনের ভাই ও বোনদের সঙ্গে সংহতি প্রকাশে, নববর্ষের উদযাপনের যেকোনও ধরনের অনুষ্ঠানের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েল হিংসা ও অবিচারের সমস্ত সীমা অতিক্রম করেছে। গাজা ও পশ্চিম তীরে নিরপরাধ শিশুদের গণহত্যা এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যার জন্য সমগ্র পাকিস্তানি জাতি এবং মুসলিম বিশ্ব ব্যথিত। তাই নববর্ষে উদযাপনে দেশবাসীকে সংযম ও নম্রতা প্রদর্শন করতে হবে ‘
ভাষণে কাকার জানিয়েছেন, ফিলিস্তিনে সাহায্যের দুটি প্যাকেজ পাঠিয়েছে পাকিস্তান। আরও একটি প্যাকেজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক মহলে ফিলিস্তিনি জনগণের দুর্দশা তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। ইসরায়েল গাজায় যে রক্তপাত ঘটিয়ে চলেছে, তা বন্ধের জন্যও পাকিস্তান সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন তিনি।
এরআগে মঙ্গলবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপন বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ।
ফেসবুকে দেওয়া পোস্টে শারজাহ পুলিশ বলেছে, নববর্ষের সন্ধ্যায় কোনও ধরনের আতশবাজি কিংবা উদযাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।